আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপির পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে স্কুল কক্ষে এ ফ্যান বিতরণ অনুষ্ঠান করা হয়। এমপি রুহুল হক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সিলিং ফ্যান প্রদান করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের হাতে ফ্যানগুলো হস্তান্তর করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসময় ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। প্রচন্ড গরমের সময় শিক্ষার্থীদের ক্লাসে বসে পড়াশোনার পরিবেশ বজায় রাখতে এমপি রুহুল হক শিক্ষার্থীদের সুবিধার্থে ২০ টি সিলিং ফ্যানের ব্যবস্থা করেছেন।