জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : সোমবার (১০ জুলাই) রাতে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ পূনর্মিলনী ও দাতা সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ লিটন।
প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন ও সদস্য সহকারী অধ্যাপক বাবুল আকতারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর সিটি প্লাজার চেয়ারম্যান ও প্রেসক্লাবের দাতা সদস্য এস এম ইয়াকুব আলী, প্রেসক্লাবের দাতা সদস্য প্রবাসী মোঃ আলী হোসেন, প্রবাসী খন্দকার জাহাঙ্গীর আলম, আসাদুজ্জমান মিন্টু, প্রবাসী ব্যবসায়ী টিটন বিশ্বাস, ব্যবসায়ী মনিরুজ্জামান মিল্টন ও ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ভাটা মালিক সমিতির নেতা মাহবুব হাসান ফারুক, রবিউল ইসলাম মিঠু, আব্দুল খালেক, বি এম আক্তারুল ইসলাম, হাফিজুর রহমান, এহসান কবির, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আযম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান,বর্তমান সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, সদস্য আসাদুজ্জামান রয়েল, হুসাইন নজরুল হক, অশোক কুমার বিশ্বাস প্রমুখ। ঈদ পূনর্মিলনী ও মত বিনিময় অনুষ্ঠানে দাতা সদস্যরা মণিরামপুর প্রেসক্লাব’কে একটি সু-সম্বলিত প্রেসক্লাব ভবন দেখতে চান।
এক পর্যায়ে দাতা সদস্যগণ প্রেসক্লাবের দৃশ্যমান উন্নয়ন দেখে সাধারণ সম্পাদক এব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। অবশ্য অনুষ্ঠান শুরুতে দাতা সদস্য ও ভাটা মালিকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাবের আয়োজনে দাতা সদস্য, সাংবাদিক ও ভাটা মালিকগণকে নিয়ে নৈশ্য ভোজের আয়োজন করা হয়।