কালিগঞ্জ ব্যুরো : “বৃক্ষ নিধন আর নয়, কালিগঞ্জ হোক বৃক্ষময়” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জনকল্যান সংস্থা বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার ১২ই জুলাই সকাল ১১টায় কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়’র সার্বিক সহযোগিতায় কর্মসূচির আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ, জনকল্যান সংস্থা বাংলাদেশের পরিচালক শাহিদা পারভীন, চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অত্র উপজেলাতে প্রায় ১০ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ ও উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে চল্লিশটি করে গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় কার্যক্রম সম্পর্কে জনকল্যাণ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপক‚ল অঞ্চলের আত্ম সামাজিক ও পরিবেশ রক্ষার স্বার্থে আমরা এক মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।
এরই ধারাবাহিকতায় প্রতিটি স্কুলে পর্যায়ক্রমিক ভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব এতে করে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে তেমনি বিদ্যালয়ের আঙিনা হবে শিশুদের পরিবেশ রক্ষার একটি অন্যতম মাধ্যম। আমরা এ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে চাই।