বাবলা আহমেদ কালিগঞ্জ ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম জুলিও কুরি সম্মাননা পদক প্রাপ্তিকে স্মরণীয় করে রাখার জন্য সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জুলিও কুরি ডাক টিকিট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে ৫ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসার মোট ৩৭ জন শিক্ষার্থীদের এ ডাক টিকিট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাক টিকিট বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম হোসেন, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।