কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে বাইসাইকেল পেলো ১৬ টি শিক্ষার্থী ও হুইল চেয়ার পেলো ১৩ জন। বৃহস্পতিবার (১৩ই জুলাই) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের ১৬ টি বাইসাইকেল ও প্রতিবন্ধীদের জন্য ১৩ টি হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বাইসাইকেল ও হুইল চেয়ার পেয়ে তাদের আনন্দের অনুভ‚তি ব্যক্ত করেন।