শামীম রেজা, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বালিথা পূর্বপাড়া এলাকা বাসীর দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অবহেলিত পিচের রাস্তার কাজটি শুভ উদ্বোধন করেন- ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। ২নং ওয়ার্ড সদস্য ও সাংবাদিক মোঃ আরশাদ আলী দৈনিক সাতক্ষীরার সকালকে জানান-ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের শহিদুলের মোড় হতে বড় খামার পিচের রাস্তা পর্যন্ত ১৫১০ মিটার লম্বা এ রাস্তাটি ১ কোটি ১৬ লক্ষ ৫৬ হাজার ৫০৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রাস্তাটির শুভ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, ইউপি সদস্য মোঃ আবু সাইদ মোল্লা, ঠিকাদার কবির হোসেন, লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য জামির হোসেন, শেখ হাফিজুল ইসলাম, কমল ঘোষ, প্রশান্ত দাস, আলিবুদ্দীন, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।