শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্রবীন যাত্রা ও সংস্কৃতি কর্মী রফিকুল ইসলাম মোল্যা।
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন যাত্রাশিল্পী লিয়াকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অজয় সরকার, বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী আঃ মান্নান, নুরুল ইসলাম, হরিদাশ ব্যানার্জী, রাবিন সরদার, হরষিত কুমার সানা, পঙ্কজ কুমার, গৌরপদ মন্ডল, শৈলেন্দ্র নাথ মন্ডল, প্রদীপ সরকার, নায়ক দেবব্রত বিশ্বাস, সূর্য্যকান্ত মন্ডল, আঃ হান্নান, এম এ হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে রফিকুল ইসলাম মোল্যাকে সভাপতি, এম এ হামিদকে কার্যকরী সভাপতি, সূর্য্যকান্ত সরকার সিনিঃ সহ-সভাপতি, দেবব্রত বিশ্বাসকে সহ সিনিঃ সহ-সভাপতি, অনন্ত, বলাই কৃষ্ণ ও সরকার গৌর পদকে সহ-সভাপতি, মোঃ লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক, হরিদাস ব্যানার্জীকে যুগ্ম সম্পাদক, মানস কুমার ও প্রদীপ কুমারকে সহ যুগ্ম সম্পাদক, স্বপন কুমারকে সাংগঠনিক সম্পাদক, রাবিন সরদারকে সহ সাংগঠনিক সম্পাদক, কালিপদ মন্ডলকে কোষাধ্যক্ষ ও ভবতোষ মন্ডলকে প্রচার সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।