দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। শনিবার সকাল ১০টায় আকর্ষিক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতালের নিয়মিত কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ড এবং জরুরী বিভাগে ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
পরে হাসপাতাল প্রধান ডা. আব্দুল লতিফসহ অন্যন্য চিকিৎসকবৃন্দের সাথে মতবিনিমকালে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের নানামূখি দিকনির্দেশনাও দেন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার সাকিব হাসান বাধনহ অন্যান্য চিকিৎসক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।