আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকালে আশাশুনি সরদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম তারেক বিন হায়দার রাজন। সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম নান্টু।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানের সভাপতিত্বে ও তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায়সদর ইউনিয়ন সভাপতি তৈবুর রহমান, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি নাহিদুজ্জামান, দরগাহপুর সভাপতি মনিরুল ইসলাম, শোভনালী ইউনিয়ন সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, প্রতাপনগর সভাপতি আঃ বারিক, বড়দল সভাপতি আলমগীর হোসেন, কাদাকাটি সভাপতি রিপন মাহমুদ, বুধহাটা সভাপতি এজদান আলী, শ্রীউলা সেক্রেটারী আল মামুন, মেম্বার আবু হাসান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুবলীগ নেতা চঞ্চল, বাবুল আক্তার, গাউছুল হক, রবিউল ইসলাম রবি, শামীম আনোয়ার উজ্জল, স্বপন কুমার বাছাড় প্রমুখ। সভায় খুলনায় বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে আশাশুনি থেকে বিপুল পরিমান যুবলীগ নেতাকর্মকে নিয়ে যোগদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।