কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাইসাইকেল চুরির অভিযোগে শফিকুল সরদার ও তার সহযোগী জাকির সরদারকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে উদ্ধার হয়েছে ৮টি বাইসাইকেল ও বেশকিছু যন্ত্রাংশ। নলতা মোবারক নগর বাজার কমিটির সভাপতি আনিসুজ্জামান খোকন জানান, বিগত কয়েকদিনে নলতা বাজার থেকে ১৫ থেকে ১৬ টি সাইকেল চুরি হয়েছে।
গত সপ্তাহে নলতা বাজারের মোহাম্মাদীয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদের ছেলে আহছান হাবিবের সাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে শনাক্ত হয় চোর। ভিডিও ফুটেজ অনুযায়ী শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত শামসুর সরদারের ছেলে শফিকুল সরদারকে (৩৫) দেখতে পেয়ে তাকে আটক করেন নলতা বাজারের চা বিক্রিতা ফারুক হোসেন। নলতা মোবারক নগর বাজার কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শফিকুল সরদার সাইকেল চুরির কথা স্বীকার করে।
এ সময় তার কাছে ছিল সাতক্ষীরা শহর থেকে সদ্য চুরিকৃত ১টি সাইকেল। এছাড়া বিভিন্ন স্থান থেকে চুরিকৃত ৭টি সাইকেল নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে জাকির সরদারের (৫২) বাড়িতে আছে বলে জানায় শফিকুল। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেনের সহায়তায় জাকির সরদারের বাড়ির দুটি কক্ষ থেকে ৭ সাইকেলসহ বিপুল পরিমাণ বাইসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার হয়।
ইউপি সদস্য শামীম হোসেন জানান, জাকিরের বাড়ি থেকে আটককৃত ৮টি সাইকেলের মধ্যে একটি সাইকেল ব্যবসায়ী আহছান হাবিবের। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি সাইকেল ও বিপুল পরিমাণ বাইসাইকেলের যন্ত্রাংশসহ সাইকেল চোর শফিকুল ও তার সহযোগী জাকির সরদারকে থানায় নিয়ে আসেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।