ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে তরুণ্যের জয়যাত্রা সমাবেশের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জুলাই) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে তরুণ্যের জয়যাত্রা সমাবেশের লক্ষ্যে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম নাণ্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আবদুল মজিদ, যুগ্ম আহŸায়ক আল মামুন লিটন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় কালিগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও জেলা যুবলীগের নেতারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে ও নৌকার বিজয়ের জন্য সাতক্ষীরা জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ ও প্রতিটি ইউনিয়ান যুবলীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে।