নিজস্ব প্রতিনিধি : মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএিসি ৯৩ ব্যাচের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের আয়োজনে শুক্রবার সন্ধা ৬টায় শহরের নিউমার্কেট সংলগ্ল আল বারাকা সপিং সেন্টারের তৃতীয় তলায় পিৎজা মিলানে উক্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এম আর পরিবহনের চেয়ারম্যান ও মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় ৯৩ ব্যাচের সদস্য মোঃ নুরুল হকের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক আয়সা সিদ্দিকা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ ফারুখ হাসান, সার্জেন্ট সামছুদ্দোহা, আলপিুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোশারফ হোসেন, গুহিনী রেহানা পারভীন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের মাসিক সমন্বয় সভা আগামী ডিসেম্বর মাসে রিইউনিয়ন বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সংগঠনের সদস্য রেহানা পারভীনের কন্যা কৃতিত্বের সাথে ফারজানা ইয়াসমিন রিংকু এমবিবিএস পাস করায় সংগঠনের পক্ষ থেকে ডা. ফারজানা ইয়াসমিন রিংকু কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।