শেখ ইফতেখার আল মামুন, কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলায় সন্দেহজনক আসামিকে থানায় আনার পথে পালিয়ে যায়, তবে আসামি সুবিধা করতে পারেনি। এলাকাবাসীর সহায়তায় আসামিকে ধরে পুলিশের কাছে দেওয়া হয়। থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার সময় বিরাশী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতি সন্দেহে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।
এদিকে ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ পৌরসভা সহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। আনুমানিক রাত ১০:৪০মিনিটের দিকে পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের এম জালাল উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুর নেতৃত্বে মনিরুল ইসলাম মোড়ল কে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম মোড়লকে এম জালাল উদ্দিনের জিম্মায় রেখে, থানায় খবর দিলে ওসি মোঃ রফিকুল ইসলাম ফোর্স নিয়ে তাৎক্ষণিক চলে আসেন এবং আসামি মনিরুল ইসলাম মোড়লকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন আসামি মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতি মামলায় সন্দেহ হওয়ায়, আটক করে থানায় আনা হচ্ছিল। এ সময় আসামি পালিয়ে গেলে আবার জনতার হাতে আটক হওয়া আসামিকে থানায় আনা হয়। ওসি রফিকুল ইসলাম এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।