সুব্রত কুমার গোলদার (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃক জানা যায়।
সোমবার (১৭ জুলাই) সকালে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দেন খাজরা ইউপি চেয়ারম্যান ও গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহনেওয়াজ ডালিম। গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও সহকারী শিক্ষক মধু সুদন শীল’র সঞ্চলানায় এসময় সহকারী শিক্ষক কমলেশ সানা, ধর্মীয় শিক্ষক কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রদীপ কান্তি বৈদ্য, অভিভাবক প্রাক্তন প্রধান শিক্ষক ময়নুদ্দীন মোল্যা, অসিত সরদার প্রমুখসহ বিদ্যালয় পরিচালনার কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মোঃ শাহনেওয়াজ ডালিম বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সন্তানের ভবিষৎ উজ্জল করতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব অনেক। একজন সচেতন অভিভাবক তার সন্তানের লেখাপড়া পরিবেশ সুন্দর করতে পারে। অভিভাবক সমাবেশে অভিভাবকরা তাদের বিভিন্ন অভিযোগ পেশ করলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা তা মনোযোগ সহকারে শোনেন এবং পরবর্তীতে সে গুলোর সমাধানের আশস্ত করেন।