মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : বিআরডিবি অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প -৩ এর ২০২২-২৩ অর্থবছরে পাইকগাছায় ৪৯ জন হতদরিদ্রের মাঝে নলকূপ ও পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিআরডিবি অফিস চত্বরে উপজেলার কপিলমুনি ও লতা ইউনিয়নের সুবিধা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপ ও পানির ট্যাংকি বিতরণ করেন উপ পরিচালক একেএম আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউসিসিএ’র সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। এসময়ে ইউডিও’র সঞ্জয় কুমার মন্ডল, ইউপি সদস্য মোঃ আজিজুল বিশ্বাস, মেরী সরদার, কিংশুক রায় ও শংকর বিশ্বাস, নাজমা কামাল সহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।