বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাক-এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারালি ইউনিয়ন পরিষদের হল রুমে মঙ্গলবার (১৮জুলাই) সকাল ১০টায় তারালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (ছোট)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও দৈনিক সত্যপাঠ এর উপজেলা প্রতিনিধি শেখ আল-নূরআহম্মেদ (ইমন), কালিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, সমাজসেবক ফেরদৌস হায়দার, নবীন উদ্যোক্তা অমিত কুমার ঘোষ। এছাড়াও উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর (নারী-পুরুষ) ইউপি সদস্য-সদস্যাগণ, গ্রাম পুলিশ, দফাদার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ হুমায়ুন রশীদ, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরা।