নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৯ জুলাই বুধবার বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড়ে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধায় খুলনারোড মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ সভাপতি সুবোল বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আ.লীগ নেতা এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হক, ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, মনজুরুল আলম, গোলাম মোস্তফা, তৈয়েবুর রহমান, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সোহেল, পারভিন সুলতানা, সফুরা খাতুন প্রমুখ।