নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় এলাকায় গভীর রাতে বাসা বাড়ি থেকে তিন মোটরসাইকেল চুরির ঘটনা সপ্তাহ পেরিয়ে গেলেও চুরি যাওয়া মোটরসাইকেলের কোন সন্ধান পেল না থানা পুলিশ। বর্তমানে চোর আতঙ্কে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে পাটকেলঘাটাবাসী। চুরির ঘটনায় মোটরসাইকেল মালিক তরিকুল ইসলাম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০. তাং ১৪/৭/২৩।
মামলার সূত্রে জানা গেছে পাটকেলঘাটা বাজার সংলগ্ন পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদরাসার পাশে নিজাম উদ্দিন ভূঁইয়ার চারতলা বিশিষ্ট বাড়িতে বাসা ভাড়া থাকেন মোটরসাইকেল মালিক তরিকুল ইসলাম, নাসির উদ্দীন ও পুলিশের এ এস আই শেখ লিটন। গত ৯জুলাই রাতে সকলেই ভবনের নিচে গ্যারেজে মোটরসাইকেল তালা বন্ধ করে কলপসিবল গ্রিল (কেচিগেট) লক করে নিজ নিজ বাসায় ঘুমিয়ে পড়েন।
সঙ্গবদ্ধ চোরের দল রাতের কোন এক সময় কেচিগেট ও মোটরসাইকেলের তালা ভেঙ্গে চারটি মোটরসাইকেলের মধ্যে ভাড়াটিয়াদের তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। রেখে যাওয়া অন্য মোটরসাইকেলটি বাড়ি মালিক নিজাম উদ্দিনের বলে জানাগেছে। রাত শেষে ভোরে একই ভবনের ভাড়াটিয়া পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি মসজিদের পেশ ইমাম ওমর ফারুক ফজরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হওয়ার সময় গেটের তালা ভাঙ্গা দেখে চুরির ঘটনাটি বুঝতে পারেন। সাথে সাথে তিনি বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের ঘটনাটি জানান।
তবে চোর কর্তৃক বাড়ি মালিকের মোটরসাইকেলটি রেখে যাওয়া ও উক্ত ভবনে লাগানো সিসি ক্যামেরার হার্ডডিক্স নষ্ট থাকার বিষয় নিয়ে ভাড়াটিয়া সহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হতে দেখা গেছে। এদিকে থানা এলাকায় এত কঠোর নিরাপত্তা থাকা সত্তে¡ও বাসা বাড়িতে চুরি সংগঠিত হাওয়ায় স্থানীয়দের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোলাইমান কবীর বলেন চোরদের সনাক্ত করতে এবং মটরসাইকেল উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত আছে।
এদিকে মামলার বাদি তরিকুল ইসলাম জানান উক্ত ভবনে সিসি ক্যামেরা লাগানো থাকায় আমরা নিশ্চিন্তে বাসায় ঘুমিয়ে থাকি। আমরা বিশ্বাস করি কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসি ক্যামেরার হার্ডডিক্সে তার রেকর্ড থাকবে। কিন্তু সিসি ক্যামেরার হার্ডডিক্সের সমস্যার কথা বাড়ি মালিক নিজামউদ্দিন আমাদের কখনোই বলেননি। যার ফলশ্রæতি আমাদের মোটরসাইকেল চুরি হলেও আমরা চোর শনাক্ত করতে চরম আকারে ব্যর্থ হয়েছি। তিনি তার এবং বাকী দুইটি চুরি যাওয়া মটরসাইকেলসহ উদ্ধার সহ চোরদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।