সকাল ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম এর সভাপতিত্বে ১৮ জুলাই মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মূল ভবনের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ১৫ আগস্ট-২০২৩ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। উক্ত ভার্চুয়ালি মিটিংয়ে ভিডিও কনফারেন্সে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) যশোর মোঃ ফিরোজ কবির সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।