অহিদুজ্জামান দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আর্থিক বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়ানুর রহমানের সাথে ১৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে কলেজের পক্ষ থেকে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
কেবিএ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম এবং জীববিজ্ঞানের শিক্ষক ও জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ আবু তালেবের নেতৃত্বে উক্ত কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ আকবর আলী, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক আলহাজ্জ মাসুদ করিম, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান রোভার স্কাউট লিডার ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান (মহসিন), প্রাণি বিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক আত্তাবুজ্জামান (মধু), শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর খোকন, হিসাবরক্ষক বৈদ্যনাথ সরদার, অফিস সহকারী আব্দুল আলিম প্রমূখ। এসময় নবাগত ইউএনও ধন্যবাদ জানান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।