দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। স¤প্রতি বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় গোলাম ফারুক বাবুকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এ সংবর্ধানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ সরদারের সভাপতিত্বে এসময় ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুল আলিম, আলহাজ্ব আব্দুর রকিব, গোলাম ফারুক সরদার, নবাব আলী, অসীম ঘোষ, নজরুল ইসলাম, ইসমাইল গাজী, ইউপি সদস্যা নুরবানু কাদেরী, হাসিনা খাতুন সন্ধ্যামনি, ফারহানা পারভীন মুক্তিসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।