শাহ জাহান মিটন : “শিশুদের কল্যাণে আমরা সবাই, শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে “¯েøাগানে সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা- ২০২৩ উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। ২ দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী দিনে ২০২৩ সালের জেলা ব্যাপী প্রতিযোগিতায় চিত্রাংকন, কুঠির শিল্প, নৃত্য উচ্চাঙ্গ, নৃত্য সাধারণ, নৃত্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, ছড়া গান, দেশত্ববোধক, ভাবসংগীত, লোক সংগীত, তবলা, যন্ত্র সংগীত, বঙ্গবন্ধুকে জানো- বাংলাদেশকে জানো, আবৃতি, অভিনয়, গল্প বলা,উপস্থিত বক্তৃতা, কেরাত, হামদ-নাত ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।