অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, যৌতুক ও বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম, দেবহাটা থানা ইন্সপেক্টর (তদন্ত) নূরুস সালাম সিদ্দীক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা পল্লী বিদ্যুৎ এজিএম জহিরুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সহ বিভিন্ন কোম্পানি কমান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিশন এর প্রধান শিক্ষক মদন মহন পাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিববৃন্দ প্রমুখ।