শামীম রেজা, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যা পুর গ্রামের পাড়ুই পাড়ায় বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সমিতির সভাপতি আঃ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী স্মার্ট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, জেলা মহিলা আ’লীগ নেত্রী জ্যোসনা রানী দত্ত, ইউনিয়ন আ’লীগ নেতা আঃ কাদের মোল্লা, গোপাল চন্দ্র মন্ডল, অবিনাশ চন্দ্র মন্ডল সহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই কে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত স¤প্রদায়ের পাড়ুইদের গোসলের নির্দিষ্ট কোন জায়গা না থাকায় একটি এনজিও সংস্থার অর্থায়নে পাশ্ববর্তী ব্রিজ সংলগ্ন সদ্য খননকৃত খালপাড়ে সরকারি খাস জমির উপর গোসলের জন্য একটি পাকাসান এবং ৭০ টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়ার আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আঃ রশিদ।