রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী (নতুনঘেরী)তে জন সাধারণের চলাচলের সরকারী রাস্তা কেটে ক্ষতিগ্রস্থ করায় প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ শে জুলাই ) বিকাল ৫টায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, চেয়ারম্যান পদপ্রার্থী শাহানুর আলম শাহীন, ভুক্তভোগী পরিবারের পক্ষে পঞ্চি সরদার, ফতেমা বেগম, মোছাঃ জান্নাতারা বেগম, মোছাঃ আছিয়া খাতুন, মোঃ খোরশেদ আলম, মোঃ আবু মুছা, মোঃ নওশাদ গাজী প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, শত বছর ধরে পথটি সরকারী রাস্তা হিসাবে এলাকার সাধারণ মানুষ চলাচল করছে। এ পথ দিয়ে একশত এর অধিক পরিবার চলাচল করে।
ইউনিয়ন পরিষদের মাধ্যমে চল্লিশ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে ইতি পূর্বে রাস্তাটি সংস্কার করা হয়। হঠাৎ টেংরাখালী গ্রামের মৃত হোসেন গাজীর পুত্র মোঃ আব্দুল হান্নান ও একই এলাকার মৃত ফরমানের পুত্র মিজানুর রহমান সর্ব সাধারণের চলাচলের পথের জায়গা তাদের দাবী করে কেটে বিলের সাথে মিশিয়ে দিচ্ছে। বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।