নিজস্ব প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব তৈরীর লক্ষ্য নিয়ে রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে ঝাউডাঙ্গা কলেজে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজার রহমান প্রমুখ। এসময় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ঝাউডাঙ্গা কলেজ প্রাঙ্গনে রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র পক্ষ থেকে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।