নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে ২৩ জুলাই রবিবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা নিউমার্কেট সংলগ্ন আলবারাকা সপিং সেন্টারের তৃতীয় তলায় পিৎজা মিলানে উক্ত রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে রেগুলার মিটিংএ উপস্থিত ছিলেন রোটারিয়ান ফারুকুল ইসলাম, রোটারিয়ান ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারিকুজ্জামান খান, রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু, রোটারিয়ান আবু মুছা, রোটারিয়ান কামরুজ্জামান বুলু, রোটারিয়ান তানভীর মুরাদ মুন্না, রোটারিয়ান ডাক্তার সাইফুল আলম, রোটারিয়ান আব্দুর সোবহান, রোটারিয়ান আব্দুর জব্বার, রোটারিয়ান মারিয়া, রোটারিয়ান রাবেয়া পারভীন প্রমুখ।