সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আমোদখালি খাল অবৈধ দখলদার মুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ২৪, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

এম এ মাজেদ, ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর সীমান্ত ও আশাশুনি উপজেলার মিলন স্থলে কুল্যা মৌজায় আমোদখালি ¯øুইচ গেইটের অবস্থান। কুল্যা, বুধহাটা, ফিংড়ী , ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের মোট ২৭টা গ্রাম ও বিলের পানি আমোদখালি খাল বয়ে বেতনা নদীতে সরবরাহ হয়। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে বেতনা নদী মৃত প্রায়। বর্তমান সরকারের বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে বেতনা নদী খনন কাজ চলমান।

উক্ত পাঁচটি ইউনিয়নবাসীর জীবন মান উন্নয়নে এবং মাঠ ফসলের ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর সহযোগিতায় এবছর জুন মাসে আমোদখালি খাল খনন করা হয়েছে। খনন কাজ শেষ হতে না হতেই আশাশুনি উপজেলা ভ‚মি অফিসও ইউএনও উক্ত খাল ইজারা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া যায়। আমোদখালি খালে দৌরাত্মবাদীদের নেট পাটা প্রমান করেছে বিষয়টি সত্য।

এই সময় স্থানীয় ভালুকা চাঁদপুর পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান ও কুল্যা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আক্কাস আলী জানান, নদী ভরাট হয়েছে খালও সরকার ইজারা দিয়েছে। খাল ইজারা দেওয়ার কারণে জলাবদ্ধতা পূর্বের চেয়ে এখন বেশি জলাবদ্ধতা ও সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তাঁরা।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় হাবাসপুর গ্রামের মুক্তিযোদ্ধা রোইজউদ্দীনে ছেলে বাবু মাষ্টার (৪৪) উক্ত খাল ইজারা নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন কুল্যা গ্রামের মনসুর, শফিকুল পাড়, শাহিনুরসহ আরো অনেকের সহযোগিতায় খালে নেট পাটা দিয়ে মাছ ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান উপজেলা এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে ধপঃরড়হধরফ ও জেলা প্রশাসকের স্মারক অনুযায়ী আগামী তিন বছরের জন্য “উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের” নামে ইজারা নিয়েছেন।

এবিষয়ে উপজেলা ভ‚মি কর্মকর্তা দীপা রানী সরকারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন রিসিভ হয়নি। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন “এই বিষয়ে তিনি কিছুই জানেন না তবে খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর সাকি পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখানে একটা কমিটি গঠন করেছে তারা। সেই কমিটিতে তিনি অন্তর্ভুক্ত নেই।

উপজেলা এসিল্যান্ড ও ইউএনও তাদের লিজ দিয়েছেন। সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এই বিষয়টি স্থানীয় কৃষকদের মধ্যে যতটা না ক্ষোভের সৃষ্টি করেছে তার চেয়ে বেশি হতাশার জন্ম দিয়েছে। ২৭ গ্রামে বসবাসকারী মানুষের জলাবদ্ধতা নিরসনে ও জলাবদ্ধতার রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে নির্বিঘেœ মাঠে আমন ধান চাষ করার স্বার্থে আমোদখালি খাল অবৈধ দখলদার মুক্ত করার জন্য এলাকার সাধারণ মানুষ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা রহমান

যশোর-৩ আসনে আ’লীগ সমর্থিত প্রার্থী কাজী নাবিলের মনোনয়ন জমা

শ্যামনগরের নওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং

কালিগঞ্জে প্রধান শিক্ষক ও যুবলীগের সভাপতি সহ আট জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ফসল উৎপাদনে বীজ, সার ও পানি ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা

কালিগঞ্জে এতিমদের সাথে নিয়ে ইফতার করলেন এমপি দোলন

পাইকগাছায় পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধক কার্যক্রম ও কর্মশালা

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চাইনিজ নিউ ইয়ার উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্নাঢ্য র‌্যালি

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা