ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে র্যাবের অভিযানে ৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মনিরুল ইসলাম (৪৬) মনি নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পশ্চিম নলতা মোড়লপাড়া নামক স্থান হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি ব্যক্তি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের পশ্চিম নলতা মোড়ল পাড়া নামক স্থানে সাতক্ষীরা র্যাব-৬ এর উপপরিদর্শক মোজাম্মেল ইসলাম অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মনিরুলের কাছে থাকা ৭৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে র্যাব-৬ এর সদস্যরা ঐ মাদক কারবারিকে কালিগঞ্জ থানায় সোর্পদ করে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।