অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা জিকেবিএসপি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষকদের কৃষি উপকরন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে রবিবার ২৩ জুলাই দুপুর সাড়ে ১২টায় কৃষি উপকরন বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত উপকরন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সভাপতি আক্তার হোসেন ডাবলু, সাংবাদিক কে. এম রেজাউল করিম, নওয়াপাড়া ইউপি সদস্য মোনায়েম হোসেন প্রমুখ। পরে দেবহাটা উপজেলা কুলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম গত ১৭/৭/২৩ তারিখে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান সরকারী ফান্ড থেকে রাকিবুলের মায়ের হাতে ১০,০০০/দশ হাজার টাকার চেক তুলে দেন।