সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জের খুব্দিপুরে একরাতে দুই বাড়িতে চুরি

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ২৪, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে একরাতে সাংবাদিক ও ইউপি সদস্যের বাড়িসহ দুই বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণাংকার নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

ধলবাড়িয়া ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক (৪৬) জানান, ২১ জুলাই দিবাগত রাতে খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমাতে যান। গভীর রাতে চোরচক্র ঘরের খোলা জানালা দিয়ে তার মেয়ের ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে যায়। এ সময় চোরচক্র তার মেজো ভাই এসএম গোলাম মোস্তফা (৪০) এর ঘরের স্টিলের শো’কেচের ড্রয়ার খুলে বিভিন্ন জিনিসপত্র শয়নকক্ষের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

তিনি আরও জানান, একই রাতে খুব্দিপুর গ্রামের মরহুম আক্কাজ আলী সরদারের ছেলে আনসার সদস্য আব্দুল আজিজ সরদার (৪৩) এর ঘরের কাঠের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্র আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, চার আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল, দুইআনা ওজনের একটি স্বর্ণের টিকুলি, দুইটি স্বর্ণের নাকফুল, ২ জোড়া ২ ভরি ওজনের রূপার নুপুর ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা এসএম গোলাম ফারুক ও আব্দুল আজিজ সরদার থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরসহ অসাধু চক্রকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানিয়েছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত