ফজলুল হক কালিগঞ্জ, প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে র্যাব-৬ এর একটি দল বিশেষ অভিযানে ৪৪৫ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (২৩ জুলাই) বিকাল ৫ টার দিকে র্যাব-৬ সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় ধলবাড়িয়া গ্রামের জনৈক শোকর আলী সরদারের বাড়ীর সামনে থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ শাহিনুর আলম (৩৬) ও মাহিম গাজী (১৮)কে আটক করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ২৪ জুলাই সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।