শামীম রেজা, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী শেখ পাড়া গ্রামে ২৫ জুলাই মঙ্গলবার গভীর রাতে এক বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, ঐ গ্রামের মৃত নাজের আলী শেখের ছেলে মোঃ মোকছেদ আলী শেখ(৬৫)’র বাড়িতে কে বা কারা গাছ বেয়ে উঠে ছাদের সিড়ি দিয়ে ভিতরে প্রবেশ করে চেতনা নাশক স্প্রে দিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে ঘরে থাকা নগদ তিন লক্ষ টাকা, দুই জোড়া কানের দুল ও এক জোড়া হাতের চুড়িসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বাড়ির সদস্যদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকা ডাকির এক পর্যায়ে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে গ্রাম্য ডাক্তার দিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে সবাই আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। স¤প্রতি ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অহরহ চুরি ও ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এলাকার আইন শৃংখলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিদিন কোথাও না কোথাও চুরির খবর পাওয়া যাচ্ছে। সচেতন এলাকাবাসী এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।