দেবহাটা প্রতিনিধি : মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে দেবহাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ অফিসার অজয় গোলদারসহ উপজেলার মৎস্য শিল্পে সম্পৃক্ত চাষী, ব্যবসায়ী ও জেলে স¤প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোকপাত করা হয়।