নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসুতি মায়েদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে আসা প্রসুতি মায়েদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুষ্টিকর খাবার বিতরণ করেন রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজার রহমান, মো. তৌফিকুজ্জামান লিটুসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরায় প্রসুতি মায়েদের জন্য রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।