বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কুল্যার পুটিমারি খাল পাল্টাপাল্টি জবরদখল

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ২৬, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

ই. এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় পুটিমারি খাল পাল্টাপাল্টি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। পাল্টাপাল্টি জবর দখলের কারণে হিংসা-প্রতিহিংসা বর্তমানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘূরে ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুজ্জামান শরীফ আশাশুনি এসিল্যান্ড অফিসের মাধ্যমে খাস কালেকশন ব্যবহারের অনুমতি নেয়। যার ফলে অত্র এলাকার সাধারণ মানুষ সরকারি খাস খাল ব্যবহার থেকে দারুণ ভাবে বঞ্চিত হচ্ছে।

এছাড়া গুনাকরকাটি বিলসহ আশেপাশের পানি নিষ্কাশনে ব্যাপক বিঘœ সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে শরিফুজ্জামান শরীফ একজন সরকারি চাকুরীজীবি হয়েও দিদারছে সরকারের অন্যান্য খাত হরহামাসায় ব্যবহার করে যাচ্ছে তিনি। যেখানে কিনা সরকারি চাকরি আইন ২০১৮ সনের ৫৭নং আইনে সপ্তম অধ্যায়ের ১৭ ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারি সরকারের অনুমতি ব্যতিত অন্য কোন ব্যবসায়ীক কাজ কর্ম করিতে পারিবে না।

কিন্তু সহকারী শিক্ষক শরিফুজ্জামান শরীফ মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার সুবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে তার নিজ নামে কয়েকটি সরকারি খাল খাস কালেকশন ব্যবহারের অনুমতি নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে অত্র এলাকার সাধারণ সম্মিলিত ভাবে এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে জাল যার জলা তার, এই ¯েøাগানে সকল সরকারি খাস খাল উন্মুক্ত করে দিয়েছেন। পুটিমারি খালটির এখনও পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়নি। অথচ মুষ্টিমিয় কয়েকজন মিলে সরকারি খাস খালটি জবরদখল করে রেখেছে। বিষয়টি জানতে পেরে শরিফুজ্জামান শরীফ খাল থেকে তাদেরকে উচ্ছেদ করতে বিভিন্ন ভাবে সায়েস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

এবিষয়ে জানতে চাইলে আশাশুনি এসিল্যান্ড অফিসের ভিপি সহকারি মোস্তাফিজুর রহমান বলেন, আমতখালী ও পুটিমারি খালটি খাস কালেকশন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠলে উর্ধতন কর্মকর্তার নির্দেশনা মোতাবেক অনুমতি বাতিল করা হবে। শান্তিপূর্ণ এলাকায় দু’গ্রæপের সংঘর্ষের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে উক্ত পুটিমারি খালটি জনসাধারণের জন্য অবমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর