শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে র্যালী, মৎস্য পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে প্রথমে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিম ও প্রতিবন্ধীদের জন্য বিভাগীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলতায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
প্রধান অতিথি এমপি রুহুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও মৎস্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করতে সক্ষম হয়েছেন। তারই সুদূর প্রসারী কর্ম পরিকল্পনায় দেশ সোনার বাংলাদেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যখাতকে প্রাধান্য দিয়ে মৎস্য চাষী ও জেলেদেরকে আর্থিক প্রণোদনা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
আর তাই আজ মৎস্যখাতকে দেশের অন্যতম রপ্তানি খাতে পরিণত করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা- সাস এর নির্বাহী পরিচালক শেখ এমান আলী, এসআই জাহাঙ্গীর হোসেন খান, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুল কালাম মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কার্ব মিশ্র চাষী হযরত আলী, শ্রেষ্ঠ বাগদা চিংড়ী চাষী রাজ্যেশ্বর দাশ ও বাংলাদেশ মৎস্যজিবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম মোল্যাকে ক্রেস্ট প্রদান করা হয়।