আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উপকারভোগীদের চিকিৎসা ও ঔষধ বাবদ সহায়তা এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা প্রতিবন্ধী শিশুদের পরামর্শ প্রদান করা হয়েছে।
বুধবার লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে শোভনালী ইউনিয়ন পরিষদ হল রুমে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে নির্বাচিত ২০জন উপকারভোগিকে পাঁচ শত টাকা করে ১০ হাজার টাকা চিকিৎসা ও ঔষধ খরচ বাবদ প্রদান করা হয়।
সাথে সাথে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সৌমিক বিশ্বাস ৪০ জন প্রতিবন্ধী শিশুকে শারীরিক উনয়নে বিশেষ পরামর্শ প্রদান করেন। উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী। চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মৈনাক কুমার বিশ্বাস, ইউপি সদস্য জনাব উদয় কান্তি বাছাড়, সুভাষ মন্ডলসহ প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ।