কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী সদস্যদের ৪দিন ব্যাপী দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলার উপ-পরিচালক আবু আফজাল মোহা: সালেহ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার ওসি’র প্রতিনিধি এসআই বাকি বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ওহিদ মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন-নাহার আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, সহকারী প্রোগ্রাম মোতাহার হোসেন, মেডিলেক অফিসারসহ অন্যন্যে অফিসারবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা বিআরডিবির প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। উল্লেখ্য-গত ৪দিনব্যাপী বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী ৪০ সদস্য ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।