হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আইয়ুব হোসেন (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ জুলাই) সকালে খুলনা সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানাগেছে, স¤প্রতি যশোর শহরে মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন। এরপর খুলনা সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার আছর বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত আইয়ুব হোসেনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।