তাপস সরকার, তালা : নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই ¯েøাগানকে সামনে রেখে জাতীয় তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে তালা সদর ইউনিয়নের ঘোনা খালে এ মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমনের সঞ্চালনায় মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আলোচনায় ম্যাজিক জাল, কারেন্ট জালের ক্ষতিকর দিক তুলে ধরেন। অনিয়মিত মাপের মেস সাইজের জালের ক্ষতিকর দিক এবং পোনা অবমুক্তকরণের খালে যেন মাছ ধরতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে বলেন। এ বছর ঘোনার খালে দুই কেজি রুই, দুই কেজি বাটা, ৫০০ পিস পাঙ্গাস, দুই কেজি ট্যাংরা, দুই কেজি দেশি সরপুটি অবমুক্ত করা হয়।