সকাল ডেস্ক : স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে, তা কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার পদ্মা সেতু। এছাড়া কালনা সেতুও আর একটি বড় অর্জন বর্তমান সরকারের। আওয়ামী লীগের বিকল্প শুধুই আওয়ামীলীগ। অন্য কিছু হতে পারে না। সুতরাং সকলকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ীয় করতে হবে।
২৫ জুলাই মঙ্গলবার বিকালে পৌর ৬ নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর এবং খেয়াঘাটা এলাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে উন্নয়ন প্রচারনায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র।
উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক সুব্রত ঘোষ, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, বন ও পরিবেশ বিষয়ক উপ দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, পৌর আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর রহমান।