জি এম আমিনুর রহমান, শ্যামনগর (সুন্দরবন অঞ্চল প্রতিনিধি) : সাতক্ষীরার শ্যামনগরে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীসহ চারজনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাঠালবাড়িয়া, কৈখালী এবং জয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নিয়মিত মামলার আসামী পশ্চিম কৈখালীর হাবিবুর রহমান, কাঠালবাড়িয়ার আমজেদ গাজী, জিআর মামলার পরোয়ানাভুক্ত জয়নগর গ্রামের ফয়সাল হোসেন এবং সিআর মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত কাঠালবাড়িয়া গ্রামের আবির হোসেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান গ্রেপ্তারকৃত সব আসামীকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।