মোঃ ফিরোজ হোসেন, ভ‚রুলিয়া প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে কাশিমাড়ী ইউনিয়ন বিটে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনগণকে দ্রæততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার সন্ধায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর ত্রি-মোহনা বাজারে এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসয়ম কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ওসি তদন্ত হাফিজুর রহমান, কাশিমাড়ী বিট অফিসার সাখওয়াত হোসেন, কাশিমাড়ী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুল অহিদ প্রমুখ।