ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পরে পুনরায় বৃহস্পতিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের কার্যক্রম কঠোর নিয়মের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। সকাল ৯টার আগে সকল শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে হবে এবং স্কুল ছুটি না হওয়া পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না।
এ সময়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই বিদ্যালয়ের অনাকাঙ্খিত ভাবে নবম শ্রেণির ছাত্র রাজ প্রতাপ দাসের মৃত্যু পরে দীর্ঘ দিন বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল।