সকাল রিপোর্ট : নব জীবন এর আয়োজনে গাভী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার নভোজীবন ইউকে এর আর্থিক সহযোগীতায় নব জীবন কর্তৃক বাস্তবায়নাধীন কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০৩ এর আওতায় দুঃস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য গাভী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সকাল ১১টায় নব জীবন কমিউনিটি সেন্টার এ পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্য নির্বাহী কমিটির সভাপতি মোঃ শামছুল আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, নব জীবন হতে প্রদত্ত সহযোগীতা কাজে লাগিয়ে একটি পরিবার সহজেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাই সহযোগীতা হিসাবে প্রাপ্ত গাভী ও সেলাই মেশিন যেন সঠিকভাবে তাৎপর্যপূর্ণ উদ্দেশ্যে কাজে লাগে সে বিষয়ে উপকারভোগীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, এই সেলাই মেশিন এ কাজ করে নিজ নিজ সংসার নির্বাহ করতে হবে। আর যারা গাভী পাচ্ছেন তারা সেটা যতœ সহকারে লালন পালন করবেন। গাভী থেকে প্রাপ্ত দুধ বিক্রয় ও বাছুর পালনের মাধ্যমে নিজে আয়বর্ধক কাজের সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা ভেটেরিনারী সার্জন, ডাঃ তাহমিদ হাসান ইমতিয়াজ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব জীবন এর নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তারেকুজ্জামান খান। বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপকারভোগীদের মাঝে গাভী ও সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম সহ উপকারভোগী সদস্যগন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নব জীবন এর প্রজেক্ট ম্যানেজার মোঃ অছিউল আলম।