বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বিক্ষোভ মিছিল ও সমাবেশের অবগতি ও সহযোগিতা চেয়ে জামায়াতের আবেদন

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ২৭, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অবগতি ও সহযোগিতা চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদন পৌঁছে দেন।

লিখিত আবেদনে বলা হয়, আগামী ৩০ জুলাই রবিবার বিকাল ৫টার দিকে সাতক্ষীরা নিউমাকেট মোড় থেকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াতে ইসলাম। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান স্বাক্ষরিত আবেদনে সুশৃৃঙ্খল ও শান্তি পূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে চিঠি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে দেন। এসময় সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, সাতক্ষীরা বারের সাবেক সহ সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুস সুবহান মুকুল, সিনিয়র আইনজীবী এ্যাড. আবদুল আজিজ, এ্যাড. মশিয়ার রহমান, এড.শহিদুল ইসলাম, এড. আবু তারেব, এড. মেজবাউর রহমান, এড. ইকবাল হাসান, এ্যাড. মাহবুবুর রহমান, এড. মোহতাছিম বিললাহ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর বলেন, সাংবিধানিক ও নাগরিক অধীকার হিসেবে প্রকাশ্যে কর্মসূচি করতে অনুমতি চাওয়া হয়েছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশের জন্য মুখিয়ে রয়েছেন। পুলিশের দিক নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিলটি করা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের আবেদন যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত