জি এম আমিনুর রহমান, শ্যামনগর : সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোররাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের সদস্যরা তুষখালী খালে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা, নিষিদ্ধ ভেষালী জাল ও এক বোতল বিষ জব্দ করা হয়।
আটক তিন জেলে হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর সাধুপাড়া এলাকার মৃত জামাল গাজীর ছেলে ফেরদাউস, মৃত আকবর গাজীর ছেলে আফজাল হোসেন ও কলবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, আটক জেলেদের বন আইনের মামলায় সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।