বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮শে জুলাই) বিকাল ৫টায় নলতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।