নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ঔতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে যশোর বোর্ডের অধীনে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা থেকে ১৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১২৯জন কৃতকার্য হয়েছে যার মধ্যে ১৩জন শিক্ষার্থী গোল্ডেন এ+ অর্জন করেছে। ৪৭ জন এ+, এ ৭১জন, এ-৬জন, বি ৪জন ও ১ জন শিক্ষার্থী সি গ্রেড পেয়ে কৃতকার্য হয়েছে।
এদিকে, চলতি বর্ষে এসএসসি’তে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করায় শুক্রবার ফলাফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী সহ সকল শিক্ষকদের মিষ্টিমুখ করান এবং শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞগতা প্রকাশ করেন।
একই সাথে আগামীতে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্য শিক্ষার গুনগতমান আরো বৃদ্ধির আহবান জানান। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাফল্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন আরা নাজু সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।